যারা অনবরত পেশাব ঝরার সমস্যায় ভুগেন এবং যেসব নারীর ইস্তেহাযার রক্তপাত চলতে থাকে তাদের অযুর পদ্ধতি
প্রশ্ন: যারা অনবরত পেশাব ঝরার সমস্যায় ভুগেন এবং যেসব নারীর ইস্তেহাযার রক্তপাত চলতে থাকে তাদের অযুর পদ্ধতি কী? ▬▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর যে ব্যক্তি (নারী বা পুরুষ) এমন …