পৃথিবীর গোলাকার হওয়ার ব্যাপারে যেসব আয়াত এসেছে এবং পৃথিবী সমতল হওয়ার ব্যাপারে যেসব আয়াত এসেছে এ দুটির মাঝে কি কোনো বিরোধ আছে
ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর, পৃথিবী গোলাকার না সমতল—এটি এমন একটি বিষয়, যার ব্যাপারে কুরআন ও সুন্নাহতে কোনো স্পষ্ট ও চূড়ান্ত বক্তব্য পাওয়া যায় না। যদি এ বিষয়ে সুস্পষ্ট …