রাসূলে পাক এবং কুরআনে পাক এই শব্দগুলো ব্যবহার না করাই উত্তম ও নিরাপদ
প্রশ্ন: আর রাসুলুল মুকাদ্দাস বা রাসূলে পাক, এবং আল কুরআনুল মুকাদ্দাস বা কুরআনে পাক। এই শব্দগুচ্ছ ব্যবহারের অনুমতি আছে কি? ▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর “রাসূলে পাক” এবং …