সফরে সিয়াম পালনের হুকুম কি
প্রশ্ন: সফর অর্থ কি? সফরের নির্দিষ্ট দূরত্ব আছে কি? সফরে সিয়াম পালনের হুকুম কি? মুসাফিরের জন্য সিয়াম রাখা ভালো, না কাযা করা ভালো? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬ উত্তর: সফর শব্দটি আরবী; যার অনেক অর্থ আছে। যেমন- স্পষ্ট হওয়া, প্রকাশ পাওয়া, অতিক্রম করা, ভ্রমণ করা ইত্যাদি। ভ্রমণে যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করতে হয় আর এই ভ্রমণের দ্বারা ভ্রমণ সঙ্গীর …