সালাতে দুই পায়ের মধ্যে কতটুকু ফাঁকা রাখতে হবে
সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য যিনি জগতসমূহের প্রতিপালক। দরূদ ও সালাম বর্ষিত হোক মুত্তাক্বীদের ইমাম ও বিনয়ীদের সরদার মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর এবং তাঁর পরিবারবর্গ ও সকল সাহাবীর উপর। অতঃপর জামআতে কিংবা একাকী সালাত আদায় করার সময় সালাত আদায়কারী ব্যক্তি (নারী-পুরুষ) তাদের দুই পায়ের মাঝখানে ফাঁকা রেখে দাঁড়াবে ইহা সালাতে কর্মকেন্দ্রিক সুন্নতের অন্তর্ভুক্ত। …