অজ্ঞতার কারণে হাজীগণ সাধারণত কি কি ধরনের ভুল-ত্রুটি করে থাকে
অজ্ঞতার কারণে হাজীগণ সাধারণত কি কি ধরনের ভুল-ত্রুটি করে থাকে? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ নিম্নবর্ণিত ভুল-ত্রুটি করতে দেখা যায়। (১) আল্লাহ সর্বত্র বিরাজমান আছেন মনে করে। এরূপ মনে করা ভুল। কেননা আল্লাহ উপরে আরশে আছেন। এজন্যই আমরা দু’হাত উপরে উঠিয়ে দোয়া করি। (২) রোগবালা থেকে মুক্তির নিয়তে মক্কা-মদ্বীনা থেকে পাথর-মাটি বহন করে আনে। এটা ঠিক নয়। (৩) কেউ …