জুতা পায়ে সালাত আদায় করার হুকুম
প্রশ্ন: জুতা পায়ে সালাত আদায় করার হুকুম কী? বিশেষ করে বর্তমান সময়ে যখন মসজিদের ভেতরে কার্পেট বা গালিচা বিছানো থাকে। ▬▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জুতা …