জান্নাতে কি স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকবে
প্রশ্ন: জান্নাতে কি স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকবে? যদি স্বামী ও স্ত্রী জান্নাতে ভিন্ন মর্যাদায় অবস্থান করেন তবে তারা কীভাবে একত্রিত হবেন? যে নারীর একাধিক বিবাহ হয়েছে তিনি জান্নাতি হলে কার সাথে থাকবেন? ▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি …