জুতার ওপর মাসেহ করার বিধান
পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর এই মাসালাটা নিয়ে আমরা তিনটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। . প্রথমত: জুতার উপর মাসাহ করার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোনো সহিহ ও সুস্পষ্ট …