যে বিষয় সম্পর্কে আপনার সঠিক জ্ঞান নেই সে বিষয়ের পিছনে পড়ে থাকবেন না

ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর,আল্লাহ্‌ তাআলা বলছেন:( وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا )“আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই …

Read more

Share:

সাহল ইবনে আব্দুল্লাহ তুসতারী রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: সাহল ইবনে আব্দুল্লাহ তুসতারী (রাহিমাহুল্লাহ) [মৃত:২৮৩ হি.] বলেন, النَّاسُ كُلُّهُمْ سُكَارَى إِلَّا الْعُلَمَاءُ، وَالْعُلَمَاءُ كُلُّهُمْ حَيَارَى إِلَّا مَنْ عَمِلَ بِعِلْمِهِ، “আলেমগণ ছাড়া সকল মানুষ দিকভ্রান্ত। আর অর্জিত ইলম অনুযায়ী আমলকারী ছাড়া সকল আলেম দিশেহারা”।(আব্দুর রঊফ মুনাভী,ফায়যুল ক্বাদীর (মিসর: আল-মাকাবাতুত তিজারিইয়াহ আল-কুবরা, ১ম মুদ্রণ, ১৩৫৬হি.) ৫/৫১০) . এখানে সাহল ইবনে আব্দুল্লাহ তুসতারী (রাহিমাহুল্লাহ) মানুষের জ্ঞান, …

Read more

Share:

ইমাম সুফইয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

প্রখ্যাত তাবি‘ঈ, আমীরুল মু’মিনীন ফিল হাদীস, ইমাম সুফইয়ান আস-সাওরী (রাহিমাহুল্লাহ) [জন্ম: ৯৭ হি: মৃত: ১৬১ হি] বলেন: البكاء عشرة أجزاء ‌تسعة ‌لغير ‌الله. وواحد لله، فإذا جاء الذي لله في السنة مرة فهو كثير “কান্নার দশটি ধরন রয়েছে। তন্মধ্যে নয় ধরনের কান্না আল্লাহ ছাড়া অন্য কোন কারণে হয়। আর মাত্র এক ধরনের কান্না আল্লাহর জন্য …

Read more

Share:

ইমাম সালিহ বিন ফাওযান আল-ফাওযান হাফিযাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: সৌদি ফতোয়া বোর্ড এবং সৌদি আরবের সর্বোচ্চ ‘উলামা পরিষদের প্রবীণ সদস্য, যুগশ্রেষ্ঠ ফাক্বীহ, আশ-শাইখুল ‘আল্লামাহ, ইমাম সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) [জন্ম: ১৩৫৪ হি./১৯৩৫ খ্রি.] বলেন: إذا تزوج الرجل بإمرأة صالحة، فإنه يعيش حياة مُنسجمة حتى لو كان فقيرًا رزقنا الله وإياكم. “যদি একজন পুরুষ একজন সৎ ও চরিত্রবান নারীকে বিয়ে করেন, তাহলে তিনি …

Read more

Share:

ইমাম মুহাম্মাদ বিন ইদরীস আশ-শাফিঈ আল-মাক্কী রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: শাইখুল ইসলাম নাসিরুল হাদীস ফাক্বীহুল মিল্লাত ইমাম মুহাম্মাদ বিন ইদরীস আশ-শাফি‘ঈ আল-মাক্কী (রাহিমাহুল্লাহ) [জন্ম: ১৫০ হি: মৃত: ২০৪ হি.] বলেছেন: صَحِبْتُ الصُّوفِيَّةَ. فَمَا انْتَفَعْتُ مِنْهُمْ إِلَّا بِكَلِمَتَيْنِ، سَمِعْتُهُمْ يَقُولُونَ: الْوَقْتُ سَيْفٌ. فَإِنْ قَطَعْتَهُ وَإِلَّا قَطَعَكَ. وَنَفْسُكَ إِنْ لَمْ تَشْغَلْهَا بِالْحَقِّ، وَإِلَّا شَغَلَتْكَ بِالْبَاطِلِ. “আমি সূফীদের সঙ্গ পেয়েছি, কিন্তু তাদের থেকে দুটি বাক্য ছাড়া কোনো …

Read more

Share:

ইমাম ফুদ্বাইল বিন ইয়াদ্ব রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: প্রখ্যাত তাবি‘ তাবি‘ঈ, আহলুস সুন্নাহ’র শ্রেষ্ঠ ‘আলিম, শাইখুল ইসলাম, ইমাম ফুদ্বাইল বিন ‘ইয়াদ্ব (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৮৭ হি.] বলেছেন, الزمْ طريقَ الهدَى ، ولا يضرُّكَ قلَّةُ السالكين ، وإياك وطرقَ الضلالة ، ولا تغترَّ بكثرة الهالكين ” “তুমি হেদায়াতের (সঠিক পথের) ওপর অটল থেকো, এতে যদি পথচারীর সংখ্যা কমও হয়,তবুও তা তোমার কোন ক্ষতি করতে …

Read more

Share:

ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: ইয়েমেনের প্রখ্যাত মুহাদ্দিস আশ-শাইখুল ‘আল্লামাহ ইমাম মুক্ববিল বিন হাদী আল-ওয়াদি‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৪২২ হি./২০০১ খ্রি.] বলেন: (ليس لدينا وقت للمدافعة عن أنفسنا لكن عن السنة لو تعاضضنا بالضروس فلا نترك أحدا يتكلم في سنة رسول الله صلى الله عليه وعلى آله وسلم سواء أكان شيعيا أو صوفيا أو من الإخوان المسلمين فنحن فداء للسنّة …

Read more

Share:

ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৭৪৮) বলেন: وَلَوْ أَنَّ كُلَّ مَنْ أَخْطَأَ فِي اجْتِهَادِهِ – مَعَ صِحَّةِ إِيْمَانِهِ، وَتَوَخِّيْهِ لاتِّبَاعِ الحَقِّ – أَهْدَرْنَاهُ، وَبَدَّعنَاهُ، لَقَلَّ مَنْ يَسلَمُ مِنَ الأَئِمَّةِ مَعَنَا، رَحِمَ اللهُ الجَمِيْعَ بِمَنِّهِ وَكَرَمِهِ.” “যদি আমরা এমন প্রত্যেক ব্যক্তিকে যিনি সঠিক আকীদা ও সত্য অনুসরণের আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও ইজতিহাদে ভুল করেছেন তাদেরকে বাতিল …

Read more

Share:

ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

প্রখ্যাত তাবি তাবিঈ শাইখুল ইসলাম ইমাম আওযাঈ রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ: 1: প্রখ্যাত তাবি‘ তাবি‘ঈ, শাইখুল ইসলাম, ইমাম আওযা‘ঈ (রাহিমাহুল্লাহ) [মৃত: ১৫৭ হি.] বলেন: . عَلَيْكَ بِآثَارِ مَنْ سَلَفَ، وَإِنْ رَفَضَكَ النَّاسُ، وَإِيَّاكَ وَآرَاءَ الرِّجَالِ، وَإِنْ زَخْرَفُوا لَك الْقَوْلَ . “তোমার জন্য অবশ্য কর্তব্য হল সালাফদের পদাঙ্ক অনুসরণ করা, যদিও মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে। আর …

Read more

Share:

ইমাম আবূ মুহাম্মাদ হাসান বিন আলী বিন খালফ আল-বারবাহারী রাহিমাহুল্লাহ এর কিছু নাসীহাহ

1: ইমাম আবূ মুহাম্মাদ হাসান বিন ‘আলী বিন খালফ আল-বারবাহারী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৩২৯ হি.] বলেছেন, إذا وقعت الفتنة فالزم جوف بيتك وفر من جوار الفتنة وإياك والعصبية وكل ما كان من قتال بين المسلمين على الدنيا فهو فتنة فاتق الله وحده لا شريك له ولا تخرج فيها ولا تقاتل ولا تهوى ولا تشايع ولا تمايل …

Read more

Share: