আহলে হাদীছ পরিচয় গ্রহণ করার বিষয়ে বিজ্ঞ আলেমদের মত
একজন নতুন মুসলিম সালেহ আল মুনাজ্জিদের কাছে প্রশ্ন করেন যে, আমি ভারতে বসবাস করি। ২০০৮ সালে ইসলামে প্রবেশ করেছি। এর আগে আমি খৃষ্টান ছিলাম। আমি যেই মসজিদে নামায পড়ি, সেটিকে আহলে হাদীছ মসজিদ বলা হয়। আমি যেখানে থাকি, সেখানকার লোকেরা মুসলিম পরিচয়ের চেয়ে আহলে হাদীছ পরিচয়টি বড় করে প্রকাশ করে। অথচ তারা মুসলমান। এখন দয়া …