মানত পূরণ করতে না পারলে করণীয় কি
প্রশ্ন: মানত কী? এক ব্যক্তি আজ থেকে আনুমানিক কয়েক বছর পূর্বে আল্লাহর নামে মানত করেছিলেন যে যদি আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করেন তবে তিনি ওমরাহ পালন করবেন।আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করেছেন কিন্তু তিনি এখনো উমরাহ পালন করেননি এখন তার করনীয় কি? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের …