কোন অমুসলিমকে Best Friend হিসেবে গ্রহণ করা যাবে কি
প্রশ্ন: কোন অমুসলিমকে best friend হিসেবে গ্রহণ করা যাবে কি? অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ব্যাপারে ইসলাম কি বলে? ▬▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬▬ উত্তর: অমুসলিমদের সাথে বন্ধুত্ব সাধারণত ২ টি উদ্দেশ্যে হতে পারে। (ক) তাওহীদের দাওয়াত দেয়ার উদ্দেশ্য স্বাভাবিক বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলা। (খ) দুনিয়াবী কোন স্বার্থে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা। প্রথমটি শর্ত সাপেক্ষে জায়েজ দ্বিতীয়টি সম্পন্ন …