ইসলামে আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ কারো সাথে বন্ধুত্ব রাখা এবং শত্রুতা পোষণ করার মূলনীতি
প্রশ্ন: ইসলামে الولاء والبراء আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ কারো সাথে বন্ধুত্ব রাখা এবং শত্রুতা পোষণ করার মূলনীতি কি? ▬▬▬▬▬▬▬▬◆◯◆▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার জন্য। দুরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা” …