কারো নাম বিকৃত করে ডাকা কি ঠিক এবং কাউকে কিভাবে ইসলাহ বা ইলমি খন্ডন করা উচিত
প্রশ্ন: কারো নাম বিকৃত করে ডাকা কি ঠিক? একজন সালাফি মানহাজের আলেম বা দ্বীনি ভাইকে কিভাবে ইসলাহ বা ইলমি খন্ডন করা উচিত? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ ▪️প্রথমত: কষ্ট দেওয়া বা উপহাস করার উদ্দেশ্যে কাউকে মন্দ নামে ডাকা জায়েজ নয়। এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ শরীয়তের দলিল মানুষকে মন্দ নামে ডাকতে নিষেধ করে। যেমন: মহান আল্লাহ বলেন; এবং তোমরা …