সালাতের শর্তাবলী, আরকান, ওয়াজিবসমূহ এবং ওযু ও গোসলের ফরযসমূহ
সালাতের শর্তাবলী ৯টি। সেগুলো হচ্ছে: ১। সালাত আদায়কারীকে প্রকৃত মুসলিম হতে হবে। ২। জ্ঞানসম্পন্ন হতে হবে। (পাগল বা জ্ঞানশূন্য হবে না)। ৩। বিবেকসম্পন্ন হতে হবে। (সাত বছরের নিম্ন বয়সী শিশু হবে না)। ৪। (ওযু-গোসল করে) পবিত্র হতে হবে। ৫। সালাতের সঠিক সময় হতে হবে। ৬। শরীরের সতর (লজ্জাস্থান) আবৃত …