জুমআর দিনে বা রাতে মৃত্যুবরণকারী কবরের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে মর্মে হাদীসটি কি সহীহ
জুম‘আর দিন সারা পৃথিবীতর মুসলিমদের সাপ্তাহিক ঈদ। এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনটির তাৎপর্য অত্যাধিক কেননা এ দিনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সমাধান করা হয়েছে। এ দিনে আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে। এ দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করে (দুনিয়ায় পাঠিয়ে) দেয়া হয়েছে। আর ক্বিয়ামতও সংঘটিত হবে জুম‘আর …