কিয়ামত দিবসের ২৫টি নাম এবং সেগুলোর অর্থ

মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের বিভিন্ন নাম ও বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এগুলো থেকে সে দিনের বিভিষিকাময় অবস্থা ও প্রকৃত রূপ সম্পর্কে অনুমান করা সম্ভব হবে ইনশাআল্লাহ।
নিম্নে কুরআনে উল্লেখিত কিয়ামত দিবসের ২৫টি নাম, সেগুলোর অর্থ এবং আয়াত নং উল্লেখ করা হল। আশাা করব, সম্মানিত পাঠক, কুরআন খুলে আয়াত নাম্বার দেখে সেগুলোর তরজমা ও তাফসির পড়ে নিবেন। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।

◈ ১. يَوْمَ الْقِيَامَةِ (ইয়াউমুল কিয়ামাহ) মহাপ্রলয় দিবস [বাকারা: ৮৫]
◈ ২. اليوم الآخر (আল ইয়াউমুল আখের) পরকাল [বাকারা: ৮]
◈ ৩. الساعة (আস সা’আহ) সুনির্দিষ্ট সময় [আনআম: ৩১]
◈ ৪. يوم البعث (ইয়ামুল বা’ছ) পূণরুত্থান দিবস [রূম: ৬৫]
◈ ৫. يَوْمُ الْخُرُوجِ (ইয়ামুল খুরূজ) বের হয়ে আসার দিন [কাফ: ৪২]
◈ ৬. الْقَارِعَةُ (আল ক্বারিআহ) প্রচণ্ড করাঘাতকারী [কারিয়াহ: ৩]
◈ ৭. يَوْمُ الْفَصْلِ (ইয়ামুল ফাসল) বিচার-ফয়সালার দিন [নাবা: ১৮]
◈ ৮. يَوْمُ الدِّينِ (ইয়ামুদ্দীন) প্রতিদান দিবস [ফাতিহা: ৪]
◈ ৯. الصَّاخَّةُ (আস সাখখাহ) আর্ত চীৎকার [আবাসা: ৩৩]
◈ ১০. الطَّامَّةُ الْكُبْرَىٰ (আত ত্বাম্মাতুল কুবরা) মহাসংকট [সূরা নাযিআত: ৩৪]
◈ ১১. يَوْمُ الْحَسْرَةِ(ইয়ামুল হাসরাহ) পরিতাপের দিন [সূরা মারয়াম: ৩৯]
◈ ১২ الْغَاشِيَةُ (আল গাশিয়াহ) আচ্ছন্নকারী [সূরা গাশিয়াহ: ১]
◈ ১৩. يَوْمُ الْخُلُود (ইয়ামুল খুলূদ) চিরস্থায়ী দিন [সূরা ক্বাফ: ৩৪]
◈ ১৪. يوم الحساب (ইয়ামুল হিসাব) হিসাব-নিকাশের দিন [সূরা স-দ: ১৬]
◈ ১৫. الْوَاقِعَة (আল ওয়াকিআহ) বড় ঘটনা [সূরা ওয়াকিয়াহ: ১]
◈ ১৬. يَوْمُ الْوَعِيدِ (ইয়ামুল ওয়াঈদ) প্রতিশ্রুত দিন [সূরা ক্বাফ: ২০]
◈ ১৭. الْيَوْمُ الْمَوْعُود (আল ইয়ামুল মাওঊদ) প্রতিশ্রুত দিন [সূরা বুরুজ: ২]
◈ ১৮. النَّبَإِ الْعَظِيم (আন নাবাউল আযিম) মহাসংবাদ [সূরা নাবা: ২)
◈ ১৯. يَوْمُ الْآزِفَةِ (ইয়াউমুল আযিফাহ) আসন্ন দিন [সূরা গাফির/মমিনুন: ১৮]
◈ ২০. يَوْمُ الْجَمْعِ (ইয়াউমুল জাম’) একত্রিত হওয়ার দিন [সূরা তাগাবুন: ৯]
◈ ২১. يوم التغابن (ইয়ামুত্তগাবুন) হার-জিতের দিন [সূরা তাগাবুন: ৯]
◈ ২২. يَوْمُ التَّلَاقِ (ইয়ামুত্তালাক) মহামিলনের দিন [সূরা গাফির/মমিনুন: ১৫]
◈ ২৩. يَوْمُ التَّنَادِ (ইয়াউমুত্তানাদ) প্রচণ্ড হাঁক-ডাকের দিন [সূরা গাফির/মুমিনুন: ৩২]
◈ ২৪. الْحَاقَّةُ (আল হাক্কাহ) সুনিশ্চিত [সূরা হাক্কাহ: ১]
◈ ২৫. يَوْمَ الْفَتْحِ (ইয়ামুল ফাতহ) বিজয় দিবস। [সূরা সাজদাহ: ২৯]

▬▬▬✪✪✪▬▬▬
সংকলনে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল