সাধারণ মানুষের জন্য জুমুআ’হর সালাহর সংক্ষিপ্ত পদ্ধতি
জুমুআ’হর দিনে মসজিদে প্রবেশ করে প্রথমেই তাহিয়্যাতুল মসজিদ এর দুই রাকাত সালাত আদায় করতে হবে। এমনকি জুমুআ’হর দিনে ইমাম খুতবা দেওয়া অবস্থাতেও এই সালাত পড়তে হবে, যার আদেশ স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম করেছেন। জাবির ইবনু আ’ব্দুল্লাহ রাদিয়াল্লাহু আ’নহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম জুমুআ’হর খুতবা দিচ্ছিলেন। এমন সময় …