কোন আলেমের নিকট ইলম শিখব এবং তাকে অনুকরণ করব?

কোন আলেমের নিকট ইলম শিখব এবং তাকে অনুকরণ করব?
———————————————————–
নবীদের রেখে যাওয়া আদর্শের কাণ্ডারী হল একামাত্র আলেমগণ। তারাই ইলমে নব্বীর উত্তরসূরী। আলেমগণই সবচেয়ে বেশী আল্লাহকে ভয় করে। দীনের জ্ঞানার্জন করতে হলে আমাদেরকে তাদের স্বরণাপন্ন হওয়ার জন্য মহান আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। কিন্তু কীভাবে জানবো সেই প্রত্যাশিত আলেম কে যার নিকট থেকে ইলম অর্জন করলেে বা যার আদর্শকে ফলো করলে আমরা দীনের উপর অটুট থেকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হব?
হ্যাঁ, সেই আদর্শ আলেমে রব্বানীর পরিচয় পেতে আমাদেরকে নিন্মোক্ত মৌলিক বৈশিষ্টগুলো খেয়াল করতে হবে:
—————————————————–
✅ ১) যিনি বক্তৃতা, লিখুনি, সভা, সমাবেশ, আলোচনা, মাহফিল সর্বত্র সবচেয়ে বেশী তাওহীদের প্রতি গুরুত্ব দিবেন এবং শিরক থেকে সাবধান করবেন। এটিই নবী-রাসূলগণের প্রধানতম কাজ ছিল।
✅ ২)  যিনি ছোট-বড় সকল সুন্নতকে সম্মান করবেন।
✅ ৩) যিনি ইলম অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, মানুষকে সে দিকে আহবান করবেন এবং এ পথে ধৈর্য ধারণ করবেন।
✅ ৪) যিনি হেকমত ও উত্তম পন্থায় হকের কথা বলবেন এবং তার উপর অবিচল থাকবেন।
✅ ৫) যিনি সকল প্রকার বিদয়াত থেকে মানুষকে সতর্ক করবেন
✅ ৬)  যিনি মানুষকে সালাফে-সালেহীনের আদর্শের আলোকে দ্বীন-ইসলাম মেনে চলার প্রতি উদ্বুদ্ধ করবেন।
✅ ৭) যিনি কুরআন-হাদীসের দলীলের আলোকে কথা বলবেন এবং বিশেষ কোন মাযহাব, দল, মতবাদ, ইমাম, পীর বা অন্য কারো কথা কুরআন-সুন্নাহর বিপরীত প্রমাণিত হলে তা পরিত্যাগ করে দলীলের দিকে ফিরে আসতে কোনরূপ দ্বিধা করবেন না।
মহান আল্লাহ যেন আমাদের দীনের সঠিক ইলম অর্জন করে দুনিয়া ও আখেরাতে চুড়ান্ত সাফল্য দান করেন এবং উভয় জগতে ফিতনা ও বিপর্যয় থেকে হেফজত করেন আমীন।
আল্লাহ সবচেয়ে ভালো জানেন।
—————————
লেখক: আব্দুল্লাহিল হাদী বিন  আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সউদী আরব⁠⁠⁠⁠।।