মানুষের সামনে এমন একটা সময় আসবে যখন তাদের হৃদয়গুলো কুরআন থেকে বিমুখ হয়ে যাবে
“উপদেশ গ্রহণকারীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ” ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর: প্রখ্যাত তাবেঈ আবুল ‘আলিয়া রুফাই ইবনু মাহরান আর-রিয়াহী আল-বাসরী (রাহিমাহুল্লাহ) [মৃত: ৯০ বা ৯৩ হি:] বলেন: يَأْتِي عَلَى النَّاسِ …