দ্বঈফ হাদীস বর্ণনা করার হুকুম
মূলঃ মুহাম্মাদ নাসিরুদ্দিন আল আলবানি ভাষান্তরঃ আবু হিশাম মুহাম্মাদ ফুয়াদ ১১ নং মূলনীতিঃ কোনো দুর্বল (দ্বঈফ) হাদীস দূর্বলতাসমূহ উল্লেখ না করে বর্ণনা করা বৈধ নয়। বর্তমান যুগে বিশেষ করে এই সময়টায় এমন অনেক লেখক রয়েছেন যারা তাদের মাযহাবী নানা ইখতিলাফে বিশেষত সে ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস বর্ণনায় তারা সে হাদীসের দুর্বলতাগুলো উল্লেখ না …