ফজর, আসর এবং এশার সালাতের ফজিলত
● আমরা যখন সহীহ্ হাদিস পড়ি তখন এই বিষয়টি আমাদের সকলেরই বিষেশ ভাবে বোধগম্য হয় যে – মহান আল্লাহ্ (সুবঃ) প্রধান হুকুম (সালাত) এবং এই (সালাত) আমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। আর এই শ্রেষ্ঠ ইবাদতের মাঝে ০৫ ওয়াক্ত সালাতের মধ্যে হাদিসে ০২ এবং (এশা) ওয়াক্ত সালাতের বেশী গুরুত্বারোপ করা হয়। তার মানে এই নয় যে বাকি …