শারঈ দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপ্রধান তথা শাসকদের প্রশংসা করার বিধান
প্রশ্ন: শারঈ দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপ্রধান তথা শাসকদের প্রশংসা করার বিধান কি? ▬▬▬▬▬▬▬▬◆◯◆▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহুওয়া তা’আলার জন্য। দুরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর: মূলনীতি হল:”শাসকদের প্রশংসা অন্যান্য সাধারণ মানুষের মতোই বিবেচিত হয়।” কিন্তু বাস্তবে দেখা যায়, শাসকদের ক্ষেত্রে …