মুনাজাত শেষে দুহাত মুখে মাসেহ করা বিদ’আত
মুনাজাত শেষে দুহাত মুখে মাসেহ করা বিদ’আত! ================================= দুআ শেষ করার পর হাত দুটিকে মুখে মাসেহ করার ব্যাপারে রাসূলুল্লাহ্ ﷺ থেকে নির্ভরযোগ্য সূত্রে কোন হাদীছ প্রমাণিত হয়নি। তাই উহা না করাই শ্রেয়। . আমাদের সমাজে বহুল প্রচলিত একটি রীতি আমরা তথা প্রায় সকল মুসল্লীরাই করে থাকি সেটি হল দোয়া করার পর নিজের হাত দিয়ে স্বীয় …