গর্ভকালীন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা কি বৈধ এবং এতে কোনো সুবিধা বা ক্ষতি আছে কি
প্রথমত: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি। অতঃপর মূলনীতি হলো: স্ত্রীর সঙ্গে সহবাস করা সর্বাবস্থায় ও সব সময় বৈধ; তবে শরীয়তে যেসব অবস্থায় তা নিষিদ্ধ করা হয়েছে, সেসব ব্যতীত। যেমন পায়ুপথে সহবাস …