বিবাহের সময় দু’রাকাআত নামায পড়ার বিধান কি? বিশেষ করে বাসর রাতে এ দু’রাকাআতের প্রতি গুরুত্বারোপ করা হয়?

উত্তরঃ বিবাহেরসময় দু’রাকাআত নামায পড়া সম্পর্কে কোন হাদীছ নেই। তবে কোন কোন ছাহাবী বাসররাতে দু’রাকাআত নামায আদায় করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। তবে এক্ষেত্রেরাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে কোন ছহীহ্‌ হাদীছজানা যায় না। অবশ্য বাসর রাতে শরীয়ত সম্মত কাজ হচ্ছে, নববধুর কপাল ধরে এইদু’আ পাঠ করবেঃ اللَّهُمَّإِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُبِكَ …

Read more

Share:

বিয়ের জন্য পাত্রী দেখার শরয়ীতসম্মত পদ্ধতি

ইসলাম পাত্রী দেখার অনুমতি দিয়েছে প্রয়োজনের খাতিরে। উদ্দেশ্য এটা নয় যে, অন্যান্য জাতির মত নির্লজ্জ মেলামেশাও জায়েয। ওরা যেমন বিয়ের পূর্বে অবাধ মেলামেশা করে, হবু বরের হাত ধরে যথেচ্ছা ঘুরে বেড়ায়; মন আদান প্রদান করে, ভালোবাসা বিনিময় করে, সম্পূর্ণ অনুকূল হলে পরে গিয়ে বিয়ের পিঁড়িতে বসে। ইসলামে এসবের অনুমতি নেই। ইসলাম পাত্রী দেখার অনুমতি দিয়েছে …

Read more

Share: