ইসলামে নারী নেতৃত্বের হুকুম কী এবং নারীকে শাসক বা নেতা হিসাবে মনোনীত করা যাবে কি
ভূমিকা: ইসলামে নারীর নেতৃত্ব; যেমন: শাসক, খলীফা, মন্ত্রী, বিচারক, নামাজে পুরুষদের ইমাম ইত্যাদি নারী নিজে এ-জাতীয় পদ গ্রহন করা কিংবা তাদেরকে এ-জাতীয় নির্বাচিত করা জায়েজ নেই, যদি কোন নারী নেতৃত্বের আসনে বসেন কিংবা কোন ব্যাক্তি বা গোষ্ঠী যদি নারীকে নেতৃত্বের আসনে বসাতে সহায়তা করে তাহলে তারাও গুনাহের অংশীদার হবে। আর নারীর নেতৃত্ব নিষিদ্ধ এই (নিষেধাজ্ঞা) …