মাসের শুরু ও শেষ জানার জন্য জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করা
প্রশ্ন: মাসের শুরু ও শেষ জানার জন্য জ্যোতির্বিদ্যার উপর নির্ভর করা কি বৈধ? রামাদানের চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা কি বৈধ? নাকি খালি চোখে চাঁদ দেখা জরুরি? ▬▬▬▬▬▬▬▪️🌻▪️▬▬▬▬▬▬▬ ভূমিকা: ইসলামি শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসের প্রবেশ প্রমাণ করার জন্য শরী‘আত সম্মত দুটি পদ্ধতি রয়েছে। যথা:- (১). রামাদানের চাঁদ দেখে সিয়াম পালন করা (২). চাঁদ …