ভিক্ষাবৃত্তির বিধান
প্রশ্ন: ভিক্ষাবৃত্তির বিধান কী? সাংসারিক প্রয়োজন পূরণের সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষা করে তার ব্যাপারে শরীআতের বিধান কী?। ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ ভূমিকা: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর: নিশ্চয় আল্লাহ তাঁর কাছে চাওয়াটা …