কয়েকটি সংক্ষিপ্ত শব্দের আসল রূপ ও অর্থ এবং কখন বলতে হয়

কয়েকটি সংক্ষিপ্ত শব্দের আসল রূপ ও অর্থ এবং কখন বলতে হয়ঃ

(সাঃ) = সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম। অর্থঃ আল্লাহ তাঁর প্রতি শান্তি ও দয়া বর্ষণ করুন। এটা নবী মুহাম্মাদ-এর জন্যে দুয়া হিসেবে বলা হয়। এটা ছোট একটা সহীহ দুরুদ।

(আঃ) = আ’লাইহিস সালাম। অর্থঃ আল্লাহ তাঁর প্রতি শান্তি বর্ষণ করুন। এটা অন্যান্য নবী-রাসুলদের জন্য দুয়া হিসেবে বলা হয়।

(রাঃ) = পুরুষ সাহাবী হলে রাদিয়াল্লাহু আ’নহু, আর মহিলা সাহাবী হলে রাদিয়াল্লাহু আ’নহা, একাধিক সাহাবীদের একসাথে বলতে হলে রাদিয়াল্লাহু আ’নহুমা। অর্থঃ আল্লাহ তাঁর/তাঁদের প্রতি সন্তুষ্ট থাকুন। এটা সাহাবীদের জন্যে দুয়া হিসেবে বলা হয়।

(রঃ), (রহঃ), (রাহঃ) = রহমাতুল্লাহি আ’লাইহি, বা রাহিমাহুল্লাহ। অর্থঃ আল্লাহ তাঁর প্রতি দয়া করুন। এটা মৃত কোন মুসলিম ব্যক্তির জন্যে দুয়া হিসেবে বলা হয়।

(হাফিঃ) = হা’ফিজাহুল্লাহ। অর্থঃ আল্লাহ তাঁকে হেফাজত করুন। এটা জীবিত মুসলমানদের জন্যে দুয়া হিসেবে বলা হয়।