সীরাহ থেকে আমরা একটা অসাধারণ বিষয় লক্ষ্য করি যে আব্দুল্লাহ ইবনে উবাই (মুনাফিক্বদের সর্দার) ছাড়া আর কোনো মুনাফিক্বের নাম জানা যায় না।

সীরাহ থেকে আমরা একটা অসাধারণ বিষয় লক্ষ্য করি যে আব্দুল্লাহ ইবনে উবাই (মুনাফিক্বদের সর্দার) ছাড়া আর কোনো মুনাফিক্বের নাম জানা যায় না।

এটার মাঝে চিন্তার অনেক খোরাক আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই জানতেন যে কারা মুনাফিক্ব। অথচ তাঁর বাহ্যিক আচরণে সেটা প্রকাশ পায় নি। বিভিন্ন ঘটনাতে অনেকের আসল চেহারাই প্রকাশ পেয়ে গিয়েছিল, তবু কোনো সাহাবী হাদীস/ ঘটনা বর্ণনার সময় সেই নাম উল্লেখ করেন নাই।

আজকের আমরা যদি সেই সময়ে থাকতাম, নিঃসন্দেহে মুনাফিক্বদের নাম পরিচয়, বংশ লতিকা লিখে স্ট্যাটাস দিয়ে গুষ্টি উদ্ধার করে ফেলতাম।

সাহাবীরা মুনাফিক্বদের মাংস খান নি, আর আমরা খাই আমার ঘরানার বাদে অন্য স্কলারদের,আমারটা বাদে অন্য গ্রুপের মুসলিমদের এবং অতি অবশ্যই নন প্রাক্টিসিং মুসলিমদের ঠিক যাদের মতই আমি নিজেও ছিলাম কিছুদিন আগেও।

সালাফ হওয়া এত সোজা না। সাহাবীদের আক্বিদা থাকলেই হয় না, আমলও থাকতে হয়।

Reminder to myself first.

সংগ্রহ : Hamida Mubasshera

কৃতজ্ঞতা : রাকিবুল হাসান ভাই

Share: