কোন ব্যক্তি সহীহ আকীদা সম্পন্ন কি না তা কিভাবে বুঝা যাবে

কোন ব্যক্তি সহীহ আকীদা সম্পন্ন কি না তা কিভাবে বুঝা যাবে?

উত্তর দিচ্ছেন : উস্তাদ  শায়খ আব্দুল্লাহিল হাদী আল মাদানি
~~~~~~
কোন ব্যক্তি সহীহ আকীদা সম্পন্ন কি না তা বুঝা যাবে আকীদা সংক্রান্ত বিষয়গুলো তার সাথে আলোচনার মাধ্যমে।আপনি নিজে যখন সহীহ আকীদার মূল বিষয়গুলো জানতে পারবেন বা যে ব্যক্তি জানে সে যখন তার সাথে এ বিষয়ে কথা বলবে, তখন তার কাছে এটি স্পষ্ট হয়ে যাবে।

তবে বাহ্যিকভাবে সহীহ আকীদা সম্পন্ন ব্যক্তিকে চেনা যাবে-

2733 যখন দেখবেন সে সহীহ আকীদা সম্পন্ন আলেমদেরকে ভালবাসে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের বক্তব্য শুনে বা তাদের লিখিত বই-পুস্তক অধ্যয়ের পাশাপাশি সেগুলো আমল করার চেষ্টা করে।

2733 যখন দেখবে সে সহীহ হাদীসে বর্ণিত পদ্ধতিতে সালাত আদায় করে।

2733 যখন দেখবেন কোন  ব্যক্তি শিরক বিদয়াত করব মাযার ভক্তি তাবিজ কবজ ইত্যাদি থেকে দুরে থাকে । সেই সাথে বিদআতী বক্তা, লিখুন ইত্যাদি থেকে দুরে থাকে।

2733 যখন দেখবেন সে সুন্নতকে সম্মান করে আর বিদআতকে ঘৃণা করে।

2733 যখন দেখবেন, সে তার সমস্ত  আমল কোরআন ও সহিহ হাদিসের দলীল নির্ভর হয়েছে কি না তা জানার জন্য উদ্গ্রীব থাকে।

এভাবে বাহ্যিকভাবে একজন সহীহ আকীদা সম্পন্ন ব্যক্তিকে চেনা যাবে।
.
আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবন তৈরী করে দিন এমন ব্যক্তিদের মাধ্যমে যারা কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে দাম্পত্য জীবনকে সুখ-সমৃদ্ধিতে ভরে দেয়ার পাশাপাশি আখিরাতের নাজাতের জন্য চেষ্টা করে। আমীন।
.

***{CTC: সাইফুল ইসলাম}***

Share: