সাবধান! সাবধান!
কোন কিছুই নিজের মন মত ব্যাখ্যা করবেন না…যদি করেন তবে জাহান্নামের জন্য প্রস্তুত হন…।
সহীহ আকীদার ক্ষেত্রে যে সব বিষয়ে মানুষের ভুল ধারণা,
→সেগুলো কুরআন ও হাদিস দ্বারা পেশ করা হলঃ
→1. অনেকে আকীদা পোষণ করে যে আল্লাহ সুবহানুতায়ালা সব জায়গায় বিরাজমান, আসলে কোথায়?মহান আল্লাহ্ সপ্ত আসমানের উপরআরশে আজিমে সমাসীন, আল্লাহ সুবহানুতায়ালা সব জায়গায় বিরাজমান নন, বরং তার জ্ঞান সর্বব্যপী ।
মূলক-16, 17, হাদীদ-4,সূরা ফাত্বির 10, সূরা মাআরিজ3-4, সূরা আ’লা 1, সূরা ত্বা-হা 5,সূরা আল আরাফ 54, সূরা ইউনুস 3, সূরা আর-রাদ 2, সূরা আল ফুরকান 59, সূরা আস সাজদা 4.[মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল মাসাজিদ], [মুসলিম, অধ্যায়ঃ কিতাবুন নিকাহ].
2. আল্লাহকে কেহ দুনিয়াতে দেখতে পাবে না
।সূরা শুরা-51 আন-আম-103.
★3. আল্লাহর চেহারা আছে ।
ইমামআবূ হানিফার, ফিকহুল আকবার পৃঃ 548-559, ইবনু আবিল ইজ্জ্ব, মুআসসাতুর রিসালাহ-বাইরুত/264পৃঃক.আল্লাহ হাত-সূরা ছোয়াদ-75, মায়েদা-64, যুমার-67, মূলক-01, হাদীদ-29.খ. আল্লাহর চোখ-সূরা হুদ-37, ত্বহা-39, তুর-48, আন-আম-103, শুরা-11.গ. আল্লাহর চেহারা- আর রহমান 27, বাকারা-115, কাসাস-88.ঘ. আল্লাহর পা-সূরা কালাম-42 (বুখারী শরীফ) তবে আল্লাহ্র এসববৈশিষ্ট্য অবিকৃত ভাবে বিশ্বাস করতে হবে, যেমন আল্লাহ্ কোরআনে বলছেন ও হাদিসে আছে তেমন ভাবেই, এসব বৈশিষ্ট্য কোনভাবেই মানুষের মত বা আরও কিছুর মত কল্পনা করা যাবে না ।
4. আল্লাহর মত/সমতুল্য কেহ নাই ।
সূরা শুরা-11, ইখলাস-4.
★5. আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েবজানে না ।সূরা নামল-65, আন-আম-59, আরাফ-187, 188, সাবা-14, আহযাব-63, ইউনুস-20
★.6. আল্লাহকে ডাকতে অন্য কোনমাধ্যম লাগে না ।সূরা ফাতেহা-4, ইউনুস-106, বাকারা-186, আরাফ-180, আনকাবুত-17, মুমিন-60, সাফফাত-75
★.7. সকল বিষয়ে ক্ষমতা একমাত্রআল্লাহর ।সূরা বাকারা-109, হুদ-123, ইমরান-26, 165, মায়দাহ-17, 40
★.8. একমাত্র ভরসার মালিক আল্লাহ
।সূরা ইব্রাহীম-11, আল-ইমরান-160, তালাক-3.
★9. আল্লাহই গরীবে নেওয়াজ বা গরীবের সাহায্যকারী, গাউসুল আজম বা বিপদে বড় উদ্ধার কর্তা ।আবদুল কাদের জিলানি বা আরও কেউ না । কোন মানুষকে এসবনামে ডাকা শিরক ।সূরা মুহাম্মদ-38, আম্বিয়া-88,ফাতিহা-4, ইব্রাহীম-6, দোহা-8,বনী ইসরাইল-67
★.10. সিজদার একমাত্র মালিকআল্লাহ ।সূরা হামিম-37, ফাতেহা-4.
★11. পীর বা সূফী অর্থ আল্লাহরকাছে পৌছানোর মাধ্যম, কাশফঅর্থ গায়েব জানা, ফানাফিল্লা অর্থ আল্লাহর সাথে মিশে যাওয়া ইত্যাদী আকীদা ও হাদীসের স্পষ্ট বিপরীত । সূরা যুমার-3, ইউনুস-40, 106,আনকাবুত-41, নামল-65, শুরা-11,নাজম-23, কাফ-5, আশ-শুরা-213,আহকাফ-5-6.
★12. তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন । মাধ্যম ছাড়াই ।সূরা যুমার-53, নিসা-110, বাকারা-160, তাওবা-99, ফুরকান-70-71.
★13. সুপারিশের মালিক একমাত্রআল্লাহ । পীর, বূযূর্গ নহে ।সূরা বাকারা-255, মরিয়ম-93-95,আস-সেজদাহ-4, নাবা-38, ইউনুস-03.
★14. পীর, অলী, আউলিয়া বা আলেমকে চুড়ান্ত দলীল মানা রব মানার সমান ।সূরা তওবা-31, আরাফ-3.
★15. বিচার ফায়সালা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল (সঃ) চুড়ান্ত ।সূরা মায়েদা-44, 45, 47, নিসা-59,হাশর-7, নূর-51, 54
★.16. ইসলাম ছাড়া অন্য কোন ধর্মগ্রহন করা হবে না ।সূরা আল-ইমরান-19, 85.
★17. নবী মোহাম্মাদ (সঃ) নূরের নয়,মাটির তৈরী ।(সহীহুল বুখারী-6967) সূরা হামিম – 6, কাহাফ-110, ইমরান -164, তাওবা-128, মারেফুল কোরআন- পৃঃ-80, বনী ইসরাইল-93, 95. (মুসলিম, যুহদ ও রাক্বায়িক্বঅধ্যায়,হা/534).
★18. নবী মোহাম্মাদ (সঃ) গায়েব জানে না এবং ফেরেশতারা নহেন,আল্লাহ যা জানান তা জানেন ।সূরা আন-আম-50, 59, আরাফ-55, 187, 188, মুলক -26, সাবা-14, তাওবা-78, 94, 105, আহযাব -63, লুক্বমান-34, ইউনুস-20, হুদ-49, নামল-65, নাহল-77.(ফতহুল বারী, সপ্তম খন্ড, পৃ.497,ইবনে হিশাম, ২য় খন্ড, পৃ. 337)
★.19. নবী মোহাম্মাদ (সঃ) ইন্তেকালকরেছেন (নবী হায়াতুর নবী বা হাজির-নাযির নহেন)সূরা যুমার-30, আল-ইমরান-144,আম্বিয়া-34, 35, ইমরান -44, ইউসুফ-102
★.20. নবী মোহাম্মাদ (সঃ) কে অনুসরণ করা ফরয ।সূরা আল-ইমরান-32, 132, সূরা তওবা-29, সূরা মুহাম্মদ-33, সূরা আনফাল-1, সূরা হাশর-7, সূরা নিসা-14, 80, সূরা আহযাব -36,71, সূরা জীন-23.
★21. নবী মোহাম্মাদ (সঃ) এর সম্মানে দাড়ানো নিষেধ ।সুনানে তিরমিযী-2745, 2755, আবুদাউদ-5231, বায়হাকী -245, আহমাদ, মিশকাত
★22. দুরুদের নামে মিলাদ পড়ে নবী মোহাম্মাদ (সঃ) কে নিয়ে বাড়াবাড়ী করা নিষেধ ।সূরা নিসা-171, সহীহ্ বুখারী, আবূদাউদ ।
★23. সাহাবীদের সমালোচনা করা নিষেধ ।সূরা বাইয়্যেনাহ-8, সহীহ্ বুখারী,মুসলিম, তিরমিযী ।
★24. শবে মেরাজ স্ব-শরীরে হয়েছিল ।সূরা বনী ইসরাইল-1, সহীহ্ বুখারী ।
★25. ইসলাম পরিপূণ, এতে নতুন কিছু সংযোজন করার নাই ।সূরা মায়েদা-3
.তাই আপনাদের বলছি যাদের আকীদায় এখনো গলদ রয়েছে , এখনো সময় আছে তওবা করেন এবং শুধু মাত্র আল্লাহর ও রাসূল (সাঃ) এর দেখানো পথে ফিরে আসেন।