কুরআন ও হাদীসে বর্ণিত সব দুয়ার নির্যাস ৬ টি গুরুত্বপূর্ন দোয়া

১: আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিউওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বা-রাকতা ‘আলা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ। (বুখারী: ৩৩৭০; মুসলিম: ৪০৬)

২:“আস্তাগফিরুলাহ ওয়া আতূবু ইলাইহি ” (বুখারী: ৬৩০৭; মুসলিম: ২৭০২)

৩: ” ইয়া জাল জালালু ওয়াল ইকরাম” [ সহী্হ ,বিলুপ্ত দোয়া, চলুন আবার চালু করি] (জামে’ আত-তিরমিজি ও মুসনাদে আহমদ)

৪: “লা হাউলা ওয়ালা কূউওয়াতা ইল্লা বিল্লা-হ”n(বুখারী- ৪২০৬; মুসলিম- ২৭০৪)

৫: দোয়া ইউনুস -. “লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুংন্তু মিনাজ্বজ্বলিমিন।”

৬: সুবহান আল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর’ (মুসলিম: ২৬৯৫)

***{সৌজন্যেঃ তাইয়েবা আক্তার}***

Share: