কীভাবে ভুলে যাওয়া পড়া পুনরুদ্ধার করবো

মানুষকে ভুলে যাওয়ার বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে। ইলমের প্রয়োজন এবং তার মাসয়ালাগুলো স্মরণ করার তাগিদে আলেমগণ ভুলে যাওয়া পড়াগুলো পুনরুদ্ধারের কিছু উপায় উল্লেখ করেছেন। তম্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা হল:

◈ ১. নিরবচ্ছিন্ন ভাবে পড়তে থাকা:

ইমাম বুখারি রহ. বলেন,
«لا أَعْلمُ شيئاً أنفع للحفظِ من نهمة الرَّجُل، ومداومة النَّظر»
“মুখস্থের জন্য উচ্চাকাঙ্ক্ষা এবং নিরবচ্ছিন্ন নজর বুলানোর চেয়ে অধিক উপকারী অন্য কিছু আমি জানি না”।
[সিয়ার আ’লামুন নুবালা, ১২/৪০৬]

◈ ২. গুরুত্বপূর্ণ মাসয়ালাগুলোর আলাদা নোট তৈরি করা:
● উমর ইবনুল খাত্তাব রা. বলেন,
قيدوا النعم بالشكر، والعلم بالكتاب
“তোমরা কৃতজ্ঞাতার মাধ্যমে নেয়ামতকে এবং লিখনির মাধ্যমে ইলমকে কয়েদ করো”।
● জনৈক বিজ্ঞ জন বলেছেন,
العلم صيد و الكتابة قيده
قيد صيودك بالحبال الواثقة
“ইলম হচ্ছে, শিকার আর লিপিবদ্ধ হচ্ছে, তাকে আঁটনিয়ে রাখার নামান্তর।
অতএব তোমার শিকারকে মজবুত রশি দিয়ে বন্দী করে রাখো।”
[উনসুল মাসজূন ওয়া রাহাতুল মাহযূন, পৃষ্ঠা: ৩৩]

◈ ৩. কিতাবের কভার পেজের ভিতর সাইডে গুরুত্বপূর্ণ ফায়দাগুলো লিখে রাখো তাহলে সময়ের ধারাবাহিকতায় অচিরেই দেখতে পাবে, তুমি যা পড়েছ এবং যা লিখে রেখেছ তার মাধ্যমে নিজের জন্য প্রচুর জ্ঞান অর্জন করে নিয়েছ।
[শায়খ ড. আবদুল মুহসিন আল কাসেম- ইমাম ও খতিব, মসজিদে নববী]
অনুবাদক: আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল।
সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

Share: