কিয়ামতের দিন সমস্ত মানুষকে কয় শ্রেণীতে বিভক্ত করা হবে

পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি।অতঃপর কুরআন সুন্নাহর দলিলগুলো পর্যালোচনা করলে প্রমাণিত হয় যে কেয়ামতের দিন সমস্ত মানুষ সর্বমোট তিন দলে বিভক্ত হয়ে পড়বে। ইমাম ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) সহ একদল আলেমগন বলেন, কেয়ামতের ময়দানে বিভক্ত হওয়া তিন দলের এক দল আরশের ডানপার্শ্বে থাকবে। তারা আদম আলাইহিস সালাম-এর ডানপর্শ্বে থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে। তারা সবাই জান্নাতী। দ্বিতীয় দল আরশের বামদিকে একত্রিত হবে। তারা আদম আলাইহিস সালাম-এর বামপার্শ্ব থেকে পয়দা হয়েছিল এবং তাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে। তারা সবাই জাহান্নামী। তৃতীয় দল হবে অগ্রবতীদের দল। তারা আরশাধিপতি আল্লাহর সামনে বিশেষ স্বাতন্ত্র্য ও নৈকট্যের আসনে থাকবে। তারা হবেন নবী, রাসূল, সিদ্দীক, শহীদগণ। তাদের সংখ্যা প্রথমোক্ত দলের তুলনায় কম হবে। এই মর্মে কুরআন থেকে দলিল হচ্ছে: মহান আল্লাহ বলেন;وَّ كُنۡتُمۡ اَزۡوَاجًا ثَلٰثَۃً. فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ.اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ؕ”এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে।অতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা”!(সূরা ওয়াকিয়া: ৭-১০) অপর আয়াতে আল্লাহ আরো বলেছেন,ثُمَّ اَوۡرَثۡنَا الۡكِتٰبَ الَّذِیۡنَ اصۡطَفَیۡنَا مِنۡ عِبَادِنَا ۚ فَمِنۡهُمۡ ظَالِمٌ لِّنَفۡسِهٖ ۚ وَ مِنۡهُمۡ مُّقۡتَصِدٌ ۚ وَ مِنۡهُمۡ سَابِقٌۢ بِالۡخَیۡرٰتِ بِاِذۡنِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الۡفَضۡلُ الۡكَبِیۡرُ “তারপর আমরা কিতাবের অধিকারী করলাম তাদেরকে, যাদেরকে আমাদের বান্দাদের মধ্য থেকে আমরা মনোনীত করেছি। তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যমপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী এটাই মহাঅনুগ্রহ”[সূরা ফাতির: ৩২] এই আয়াতে আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি মনোনীত করেছি। অধিকাংশ তফসীরবিদ এর অর্থ নিয়েছেন উম্মতে মুহাম্মদী। আর যাদেরকে মনোনীত করে কুরআনের অধিকারী করেছি, তারা তিন প্রকার। [ইবন কাসীর]
.
সূরা ওয়াকিয়ার আয়াতগুলোর তাফসীরে ইমাম ‘আব্দুর রহমান আস-সা‘দী (রাহিমাহুল্লাহ) বলেন: কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তিনটি দলে ভাগ করবেন:
.
(১). ডানপন্থীরা (أصحاب الميمنة):এরা আল্লাহর প্রতি আনুগত্যশীল, সৎকর্মশীল এবং তাদের কর্মের জন্য জান্নাতের মর্যাদা লাভ করবে। এদের অবস্থান হবে সৌভাগ্যময়, এবং তারা জান্নাতের নানাবিধ সুখ ও শান্তি উপভোগ করবে।
.
(২). বামপন্থীরা (أصحاب المشأمة): এরা আল্লাহর সীমালঙ্ঘনকারী, পাপাচারী এবং নিজেদের কুফরি ও অন্যায়ের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের অসহ্য শাস্তি ও চরম দুর্দশা।(আমরা এর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি)
.
(৩). অগ্রগামী দল (السابقون السابقون): এই দলটি হচ্ছে বিশেষ মর্যাদার অধিকারী, যারা আল্লাহর ইবাদত, সৎকর্ম এবং আত্মত্যাগের ক্ষেত্রে সর্বদা এগিয়ে ছিল। তাদের জন্য রয়েছে জান্নাতের সর্বোচ্চ স্থান, ইল্লিয়্যীন (عليين)। নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন তথা আল্লাহর অতি প্রিয় বান্দারা এই দলের অন্তর্ভুক্ত।যারা তাদের চিন্তাধারা, আকীদা-বিশ্বাস, ইচ্ছা, সংকল্প, কথা ও কর্মের মাধ্যমে সত্য-সরল পথে প্রতিষ্ঠিত থাকে। এর সাথে নিজের জীবনে সৎ ও সুনীতি অবলম্বন করে। আর যারা প্রকাশ্য ও গোপন সব ক্ষেত্রেই সৎকর্মসমূহের অনুবর্তী। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে অগ্রগামীদের ‘সাবিকুন’ (السابقون) -এর অন্তর্ভুক্ত করেন। আল্লাহই সর্বজ্ঞ”।(অনুবাদ কিছুটা পরিমার্জিত। বিস্তারিত জানতে দেখুন: তাফসিরে সাদী, পৃষ্ঠা: ৮৩২)।
_____________________________
✍️আপনাদের দ্বীনি ভাই
জুয়েল মাহমুদ সালাফি।

Share: