ইসলামি শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বামীর পিতা স্ত্রীর মাকে কিংবা স্ত্রীর পিতা স্বামীর মাকে বিয়ে করতে পারে কি

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও বরকত বর্ষিত হোক তাঁর নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তাঁর সাহাবীদের প্রতি। অতঃপর ইসলামী শরিয়ত অনুযায়ী স্বামীর বাবা (স্ত্রীর শশুর) এবং স্ত্রীর মা (স্বামীর শাশুড়ী) যদি একে অপরের জন্য মহরাম না হয়।(অর্থাৎ স্বামীর পিতা স্ত্রীর মায়ের সঙ্গে কোনো রক্তসম্পর্ক বা পারিবারিক সম্পর্কের কারণে মাহরামের অন্তর্ভুক্ত না হন) তাহলে তাদের মধ্যে বিবাহ বৈধ। কারণ তিনি ইসলামে নিষিদ্ধ নারীদের মধ্যে অন্তর্ভুক্ত নন।পবিত্র কুরআনে যেসব নারীর সঙ্গে বিবাহ নিষিদ্ধ করা হয়েছে তা উল্লেখ করার পর মহান আল্লাহ তাআলা বলেন:وَأُحِلَّ لَكُمْ مَا وَرَاءَ ذَلِكُمْ أَنْ تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ.
“উল্লিখিত নারীগণ ব্যতীত আর সকলকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হল; এই শর্তে যে, তোমরা তাদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে”(সূরা নিসা: ২৪) এই আয়াতের শুরতে আল্লাহ্‌ সেই নারীদের তালিকা উল্লেখ করেছেন যাদের সাথে বিয়ে করা হারাম এবং এর পরে বলেছেন, ঐ তালিকার বাইরের নারীদের সাথে বৈধভাবে, অর্থাৎ ইসলামসম্মত নিয়মে, বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা হালাল হবে। তবে শর্ত হলো এর লক্ষ্য হবে সতীত্ব রক্ষা ও সংযম বজায় রাখা। যেন এটি কোনো অশালীন কাজে পরিণত না হয়।(এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন: ইসলাম ওয়েব ফাতওয়া নং-১৯৪১৯৩)
..
সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটির (আল-লাজনাতুদ দাইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) ‘আলিমগণকে জিজ্ঞেস করা হয়েছিল: শ্বশুরের জন্য কি তার পুত্রবধূর মাকে দেখা বৈধ?” এবং “শ্বশুর কি তার জামাইয়ের মাকে দেখা বৈধ?”

তারা উত্তরে বলেন:

لا يجوز لوالد الزوج أن يرى أم زوجة ولده؛ لأنه ليس لها محرم، وكذلك لا يحل لوالد الزوجة أن يرى أم الزوج؛ لأنه ليس من محارمها،

“শ্বশুরের জন্য পুত্রবধূর মাকে দেখা বৈধ নয়, কারণ তিনি তার জন্য মাহরাম (ঘনিষ্ঠ আত্মীয় যার সাথে বিয়ে হারাম) নন। একইভাবে জামাইয়ের মাকেও দেখা শ্বশুরের জন্য বৈধ নয়, কারণ তিনিও তার জন্য মাহরাম নন”।(ফাতাওয়া লাজনা আদ-দায়েমাহ ফাতওয়া নং-১৩৪০৪)
.
অতএব উপরোক্ত আলোচনা থেকে একথা পরিস্কার যে, যেহেতু স্বামীর বাবা এবং পুত্রবধূর মা একে অপরের জন্য মাহরাম নন, তাই তাদের মধ্যে বিবাহ বৈধ। সুতরাং তারা একে অপরের সামনে পরিপূর্ণ পর্দা মেনটেইন করে চলাচল করতে হবে।(আল্লাহই সবচেয়ে জ্ঞানী)।
__________________________
উপস্থাপনায়:
জুয়েল মাহমুদ সালাফি।

Share: