দুনিয়ায় আল্লাহকে সরাসরি দেখা সম্ভব কি
উত্তর: আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সর্বসম্মত মত হল: দুনিয়াতে স্বচক্ষে সরাসরি আল্লাহকে দেখা সম্ভব নয়। এমনকি নবী ও রাসূলগণও দেখেননি। তবে স্বপ্নে দেখার ব্যাপারে আলেমগণ মতানৈক্য করেছেন। অনেকে দাবী করেছেন যে, তিনি স্বপ্নে আল্লাহকে দেখেছেন। কেউ কেউ বলে থাকেন, ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রাহিমাহুল্লাহ) একশ’ বার স্বপ্নে আল্লাহকে দেখেছেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।শায়খুল ইসলাম ইমাম ইবনু …