মানুষ যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ্ থাকেন এই হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা
প্রশ্ন: মানুষ যখন সালাত আদায় করে তখন তার সামনের দিকে আল্লাহ্ থাকেন।”(সহিহ বুখারি হা/৪০৬) এই হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা কি? এটি দ্বারা কি আল্লাহ সর্বত্র বিরাজমান প্রমাণিত হয়? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ উত্তরের সারাংশ: আল্লাহ, তিনি তাঁর আরশের উপর আছেন এবং তিনি যথার্থভাবে কোনো অপব্যাখ্যা ছাড়াই সালাত আদায়কারী ব্যক্তির চেহারার দিকে মুখ করে আছেন। যেভাবে তাঁর মর্যাদা ও পরিপূর্ণতার …