নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিন উপলক্ষে বছরের নিদিষ্ট কোন দিন রোজা রাখা জায়েজ কি
উত্তর: নিজের কিংবা রাসূল (ﷺ)-এর জন্মদিন উপলক্ষে বছরের নির্দিষ্ট কোন একদিন রোজা রাখা শরীয়ত সম্মত নয়। কারণ কোন মানুষের জন্মদিন পালন করা; যা বছর ঘুরে বার বার ফিরে আসে তা নব উদ্ভাবিত বিদআত ও বিধর্মীদের অনুকরণ। তাই এ দিনটি পালন করা হারাম; সেটা ইবাদত হিসেবে হোক কিংবা অভ্যাস হিসেবে হোক। তাছাড়া নিজের কিংবা রাসূল (ﷺ)-এর …