১০-১২ বছরের নাবালক শিশু যদি আত্মহত্যা করে তাহলে কি সে জাহান্নামি হবে
প্রথমত: মূলনীতি হচ্ছে ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুকাল্লাফ তথা প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন (পাগল নয়) এমন নারী-পুরুষের জন্য আত্মহত্যা করা হারাম এবং কবিরা গুনাহ। কারন এটি মহান আল্লাহর কর্মে হস্তক্ষেপের শামিল। অথচ জীবন-মরণের মালিক একমাত্র আল্লাহর তাআলা। সুতরাং কেউ যদি নিজের প্রতি অবিচার ও সীমালঙ্ঘন বশত নিজেকে মৃত্যুর দিকে ঢেলে দেয় তাহলে সে আল্লাহর কর্মে …