হালাল উপার্জনের মূলনীতি এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে কনটেন্ট প্রকাশ করে উপার্জন করা জায়েজ কি
প্রশ্ন: হালাল উপার্জন তথা চাকরি/ব্যবসা বৈধ হওয়ার মূলনীতি কি? ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে কনটেন্ট প্রকাশ করে আয় করা শরিয়তের দৃষ্টিতে বৈধ কি না? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। অতঃপর: …