কোরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক বার্তা প্রচার করাই এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য।।

সফরের স্বলাত

সফরের স্বলাত (الصلاة في السفر) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) ড. আসাদুল্লাহ আল গালিব সফর অথবা ভীতির সময়ে স্বলাতে ‘ক্বছর’ করার অনুমতি রয়েছে। যেমন আল্লাহ বলেন- وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلاَةِ إِنْ خِفْتُمْ أَن يَّفْتِنَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا إِنَّ الْكَافِرِيْنَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِِيْنًا- (النساء 101)- অর্থ : ‘যখন তোমরা … Read more

সফর অবস্থায় স্বলাত ক্বছর করে পড়াকে অবজ্ঞা করা

সফর অবস্থায় স্বলাত ক্বছর করে পড়াকে অবজ্ঞা করা জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন ‘ক্বছর’ অর্থ কমানো। চার রাক‘আত বিশিষ্ট স্বলাতকে দু’রাক‘আত করে পড়াকে ‘ক্বছর’ বলে। ক্বছর করা আল্লাহর পক্ষ থেকে ছাদাক্বাহ বা রহমত। ‘জমা’ অর্থ একত্রিত করা। যোহর ও আছর এবং মাগরিব ও এশার স্বলাত এক সঙ্গে আদায় … Read more