কোরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক বার্তা প্রচার করাই এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য।।

ফজরের দুই রাকআত সুন্নত সালাত দুই রাকাআত ফরজ সালাত আদায়ের পর কাযা হিসেবে আদায় করা যাবে

ভূমিকা: অন্যান্য সুন্নাতে মুআক্কাদাহ সালাতের তুলনায় ফজরের দুই রাকাআত সুন্নত সালাতের এত বেশী গুরুত্ব যে, রাসূল (ﷺ) ঘরে-সফরে তা নিজে পড়তেন এবং তা ছুটে গেলে কাযা আদায় করতে উৎসাহিত করতেন। সুতরাং শরীয়ত সম্মত ওজরের কারণে কেউ ফজরের পূর্বের দুই রাকাআত সুন্নত সালাত আদায় করতে না পারলে ফজরের পরে আদায় করা জায়েজ যেমন: আবূ কাতাদাহ্ (রাদি.) … Read more

চার রাকাআত বিশিষ্ট সুন্নত সালাত কয় সালামে পড়া উত্তম

চার রাকআত বিশিষ্ট সুন্নাত সালাত এক সালামে অথবা দুই সালামে উভয় নিয়মেই পড়া যাবে।(নাসাঈ হা/৮৭৫; ইবনু মাজাহ হা/১৩২২ সিলসিলাহ সহীহাহ ১/৪৭৭,হা/ ২৩৭) তবে উত্তম হল দুই রাকাআত করে পড়া। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত ও দিনের সালাত দু দু রাকআত করে।(সহীহ বুখারী হা/ ৪৭২-৭৩, ৯৯১, ৯৯৩, ৯৯৫, ৯৯৮, ১১৩৭; … Read more

রামাদান মাসে কিয়ামুল লাইলের ফজিলত পেতে হলে পুরা মাস কেয়ামুল লাইল আদায় করা কি শর্ত নাকি দুই একদিন না পড়লেও এই ফজিলত পাওয়া যাবে

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবপ্রাপ্তির আশা নিয়ে রামাদান মাসে কিয়ামুল লাইল আদায় করবে তার পূর্বের সব (সগিরা) গুনাহ মাফ করে দেওয়া হবে।”(সহীহ বুখারী হা/৩৮, ১৮০২, ১৯১০, ২০১৪, সহীহ মুসলিম হা/৭৬০, আবূ দাঊদ হা/১৩৭২, নাসায়ী হা/২২০৫, ইবনু মাজাহ ১৬৪১) . উক্ত হাদীসে … Read more

সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার সালাত আদায়ের বিধান এবং উক্ত সালাত আদায়ের নিয়ম

ভূমিকা: ইস্তিসকা অর্থ: পান করার জন্য বৃষ্টি বা পানি প্রার্থনা করা। শারঈ পরিভাষায় ব্যাপক খরা ও অনাবৃষ্টির সময় বিশেষ পদ্ধতিতে সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে পানি প্রার্থনা করাকে ‘সালাতুল ইস্তিসকা’ বলা হয়। সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামায অনাবৃষ্টির সময় মহান প্রতিপালকের নিকট বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে পড়া সুন্নত ৬ষ্ঠ হিজরীর রামাযান মাসে সর্বপ্রথম মদ্বীনায় ইস্তিসকার সালাতের … Read more

ইকামাতের সময় সুন্নাত সালাত শুরু করার বিধান

প্রশ্ন: ইকামাতের সময় সুন্নাত সালাত শুরু করার বিধান কি? ফজরের দুই রাকাআত সুন্নাত সালাত আদায়কালে ফরয সালাতের ইকামত শুরু হয়ে গেলে করণীয় কি? ফজরের দুই রাকআত সুন্নাত সালাতের কাযা আদায় করা যাবে কি? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ উত্তর: ফরজ সালাতের জন্য ইকামত দেওয়া হলে সুন্নাত সালাত আদায় করার বিধান সম্পর্কে দুটি বিষয় লক্ষনীয়। যেমন: (১). ইকামাতের সময় নতুন … Read more

তাহাজ্জুদ সালাতের ফযীলত

আজ আমরা তাহাজ্জুদের মত ফযীলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কতিপয় আমল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬▬ ভূমিকা: উম্মতে মুহাম্মাদীর বয়স ষাট থেকে সত্তর বছর। এর থেকে অধিক বয়স কম লোকেরই হয়। (তিরমিযী হা/৩৫৫০; ইবনু মাজাহ হা/৪২৩৬; সহীহুল জামে‘ হা/৪০৯৪) তাই অল্প সময়ে অধিক নেকী উপার্জনের জন্য মহান আল্লাহ জান্নাত প্রত্যাশী প্রতিটি মানুষের জন্য খুশির সংবাদ … Read more

সালাতুয যাওয়াল তথা সূর্য ঢলার সালাত: যে নামটি অধিকাংশ মানুষের কাছে অপরিচিত

এ কথা অনস্বীকার্য যে, সালাতুয যাওয়াল তথা সূর্য ঢলার সালাত নামে কোন সালাতের অস্তিত্ব আছে এ বিষয়টি অধিকাংশ মানুষের কাছে অপরিচিত। অথচ রাসূল সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্য ঠিক মাথা বরাবর থেকে পশ্চিম দিগন্তে একটু ঢলে গেলে নিয়মিতভাবে চার রাকআত সালাত আদায় করতেন। এ সময় আসমানের দরজাগুলো খোলা হয় এবং বান্দাদের আমলগুলো উপরে উত্তোলন করা … Read more

আসর সালাতের পূর্বে চার রাকআত নফল সালাত আদায় করার ফযিলত ও পদ্ধতি

আসর সালাতের পূর্বে চার রাকআত নফল সালাত আদায় করা ফযিলত পূর্ণ আমল। 🔰 কেননা হাদিসে এসেছে: عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ الْعَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلاَئِكَةِ الْمُقَرَّبِينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُؤْمِنِينَ আলী রা. হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের (ফরয নামাযের) পূর্বে চার … Read more

যোহরের পূর্বে চার রাকআত এবং পরে চার রাকআত সালাতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি

প্রশ্ন: ক. হাদিস পড়েছি, “যে ব্যক্তি যোহরের পরে ৪ রাকাতের সুন্নত পড়বে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।” প্রশ্ন হল, এ ৪ রাকআত নামায কি যোহরের ফরযের পরের দু রাকআত সুন্নতে রাতেবা (নিয়মিত সুন্নতে মুআক্কাদা) এর পরে অতিরিক্ত পড়তে হবে হবে নাকি সে দুই রাকআতের সাথে আরও দু রাকআত যুক্ত করে মোট ৪ রাকআত পড়তে … Read more

নফল ছালাতের ফযীলত

সালাত ওযূ করে দু’রাক‘আত ছালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং পরকালে বড় লাভবান হওয়া যায়। আল্লাহ তা‘আলা বলেন, وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلاَةِ ‘তোমরা ধৈর্য ও ছালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও’ (বাক্বারাহ ৪৫)। অন্যত্র তিনি আরো বলেন, يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللهَ مَعَ الصَّابِرِيْنَ ‘হে … Read more

চন্দ্র ও সূর্যগ্রহণের নামায

স্বালাতুল কুসূফ অল-খুসূফ বা চন্দ্র ও সূর্যগ্রহণের নামায ৪ রুকূতে ২ রাকআত সুন্নাতে মুআক্কাদাহ। এই নামাযের নিয়ম নিম্নরুপ :- চন্দ্রে অথবা সূর্যে গ্রহণ লাগা শুরু হলে ‘আস-স্বালা-তু জামেআহ’ বলে আহবান করতে হবে মুসলিমদেরকে। জামাআতে কাতার বাঁধা হলে ইমাম সাহেব নামায শুরু করবেন। সশব্দে সূরা ফাতিহার পর লম্বা ক্বিরাআত করবেন এবং তারপর রুকূতে যাবেন। লম্বা রুকূ … Read more

ইশরাক্ব ও চাশতের স্বলাত

ইশরাক্ব ও চাশতের স্বলাত (صلاة الإشراق والضحى) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব ‘শুরূক্ব’ অর্থ সূর্য উদিত হওয়া। ‘ইশরাক্ব’ অর্থ চমকিত হওয়া। ‘যোহা’ অর্থ সূর্য গরম হওয়া। এই স্বলাত সূর্যোদয়ের পরপরই প্রথম প্রহরের শুরুতে পড়লে একে ‘স্বলাতুল ইশরাক্ব’ বলা হয় এবং কিছু পরে দ্বিপ্রহরের পূর্বে পড়লে তাকে ‘স্বলাতুয যোহা’ বা চাশতের স্বলাত বলা … Read more

সূর্য ও চন্দ্র গ্রহণের স্বলাত

সূর্য ও চন্দ্র গ্রহণের সলাত (صلاة الكسوف والخسوف) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব সূর্য ও চন্দ্র গ্রহণ কালে যে নফল স্বলাত আদায় করা হয়, তাকে স্বলাতুল কুসূফ ও খুসূফ বলা হয়। সূর্য ও চন্দ্র গ্রহণ আল্লাহর অপার কুদরতের অন্যতম নিদর্শন। এই গ্রহণ শুরু হ’লে আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও ভীতি সহকারে এর … Read more

স্বলাতুল হাজত

স্বলাতুল হাজত (صلاة الحاجة) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব বিশেষ কোন বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে যে দু’রাক‘আত নফল স্বলাত আদায় করা হয়, তাকে ‘স্বলাতুল হাজত’ বলা হয়।[1] সঙ্গত কোন প্রয়োজন পূরণের জন্য বান্দা স্বীয় প্রভুর নিকটে ছবর ও স্বলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে’ (বাক্বারাহ ২/১৫৩)। এজন্য শেষ বৈঠকে তাশাহহুদের পর … Read more

স্বলাতুল ইস্তেখা-রাহ

স্বলাতুল ইস্তেখা-রাহ(صلوة الإسةخارة) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব আল্লাহর নিকট থেকে কল্যাণ ইঙ্গিত প্রার্থনার জন্য যে নফল স্বলাত আদায় করা হয়, তাকে ‘স্বলাতুল ইস্তেখা-রাহ’ বলা হয়। কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় কোন্ শুভ কাজটি করা মঙ্গলজনক হবে, সে বিষয়ে আল্লাহর নিকট থেকে ইঙ্গিত পাওয়ার জন্য বিশেষভাবে এই স্বলাত আদায় করা হয়। কোন দিকে ঝোঁক না … Read more

স্বলাতুত তাসবীহ

স্বলাতুত তাসবীহ (صلاة التسبيح) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব অধিক তাসবীহ পাঠের কারণে এই স্বলাতকে ‘স্বলাতুত তাসবীহ’ বলা হয়। এটি ঐচ্ছিক স্বলাত সমূহের অন্তর্ভুক্ত। এ বিষয়ে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। বরং আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বর্ণিত এ সম্পর্কিত হাদীছকে কেউ ‘মুরসাল’ কেউ ‘মওকূফ’ কেউ ‘যঈফ’ কেউ ‘মওযূ’ বা জাল বলেছেন। সঊদীআরবের … Read more

রাতের স্বলাত ও তাহাজ্জুদ স্বলাতের নিয়ম

রাতের স্বলাত ও তাহাজ্জুদ স্বলাতের নিয়ম ও ফজীলত জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন রাতে ঘুম থেকে উঠে স্বলাত আদায়কে ‘তাহাজ্জুদ’ বলে। মূলতঃ তাহাজ্জুদ, ক্বিয়ামুল লায়েল, তারাবীহ, ক্বিয়ামে রামাযান সবই ‘স্বলাতুল লায়েল’ বা রাতের স্বলাত। রাতের শেষ অংশে পড়লে তাকে ‘তাহাজ্জুদ’ বলা হয় এবং প্রথম অংশে পড়লে ‘তারাবীহ’ বলা … Read more

সুন্নাত স্বলাত পড়ার ফযীলত সমূহ ও স্বলাতুত তাসবীহ

সুন্নাত স্বলাত পড়ার ফযীলত সমূহ ও স্বলাতুত তাসবীহ সুন্নাত স্বলাত পড়ার ফযীলত সমূহ ও স্বলাতুত তাসবীহ জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন যে সমস্ত সুন্নাত সহিহ হাদীছ দ্বারা প্রমাণিত সেগুলো পড়াই একজন মুছল্লীর জন্য যথেষ্ট। বানোয়াট, মিথ্যা, জাল ও ভিত্তিহীন কথার উপর আমল করা উচিত নয়। عَنْ أُمِّ حَبِيْبَةَ … Read more

স্বলাতুল আউয়াবীন

স্বলাতুল আউয়াবীন সহিহ হাদীছের আলোকে স্বলাতুল আউয়াবীন জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন মাগরিবের পর ‘স্বলাতুল আউয়াবীন’ পড়ার প্রমাণে কোন সহিহ দলীল নেই। উক্ত মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, তার সবই জাল বা মিথ্যা। ✔ (أ) عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ … Read more

তাহাজ্জুদ নামায পড়ার ফযীলত

তাহাজ্জুদ নামায পড়ার ফযীলত *************************************************************************************************** মহান আল্লাহ বলেন, ﴿ وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩ ﴾ (الاسراء: ٧٩) অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ আয়াত) তিনি আরও … Read more

বিবাহের সময় দু’রাকাআত নামায পড়ার বিধান কি? বিশেষ করে বাসর রাতে এ দু’রাকাআতের প্রতি গুরুত্বারোপ করা হয়?

উত্তরঃ বিবাহেরসময় দু’রাকাআত নামায পড়া সম্পর্কে কোন হাদীছ নেই। তবে কোন কোন ছাহাবী বাসররাতে দু’রাকাআত নামায আদায় করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। তবে এক্ষেত্রেরাসূলুল্লাহ্‌ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে কোন ছহীহ্‌ হাদীছজানা যায় না। অবশ্য বাসর রাতে শরীয়ত সম্মত কাজ হচ্ছে, নববধুর কপাল ধরে এইদু’আ পাঠ করবেঃ اللَّهُمَّإِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُبِكَ … Read more