হাদীস ও সুন্নতের সংজ্ঞা এবং এই দুটির মধ্যে পার্থক্য
প্রশ্ন: হাদীস এবং সুন্নতের সংজ্ঞা কী? ❝হাদীস❞ এবং ❝সুন্নাহ❞ এই দু’টির মধ্যে কোন পার্থক্য আছে কী? ▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬ ভূমিকা: হাদীস শব্দটিক শাব্দিক অর্থ হলো- নতুন, প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এ অর্থে যে সব কথা, কাজ ও বস্ত্ত পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে তাই হাদীস। এর আরেক অর্থ হলো- কথা। ফক্বীহগণের পরিভাষায় নাবী …