নাপাকি লেগে থাকা কাপড় পড়ে সালাত আদায় করার শারঈ হুকুম
প্রশ্ন: যদি কারো কাপড়ে নাপাকি (নাজাসাত) লেগে থাকে, তাহলে সে অবস্থায় সালাত আদায় করার শারঈ হুকুম কী? ▬▬▬▬▬▬▬▬❂▬▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের নবী মুহাম্মদের প্রতি, তাঁর পরিবার-পরিজন ও সাহাবীগণের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। অতঃপর সর্বপ্রথম যে বিষয়টি জেনে রাখা …