যে ব্যক্তি ভুলভাবে কুরআন তেলাওয়াত করে তার পেছনে কি সালাত হবে
উত্তর: যে ইমাম অথবা মুক্তাদি সূরা ফাতিহা পড়তে গিয়ে এমন ভুল করে যা অর্থ বদলে দেয় তার সালাত বাতিল। কারণ ফাতিহা সালাতের অন্যতম রুকন (স্তম্ভ)।এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী:لَا صَلَاةَ إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ “যে ব্যক্তি সালাতে সূরা আল-ফাতিহা পড়ল না তার সালাত হলো না।(সহীহ বুখারী হা/৭৫৬) সুতরাং তাকে অবশ্যই পড়া বিশুদ্ধ করতে হবে …