ইশরাক্ব ও চাশতের স্বলাত

ইশরাক্ব ও চাশতের স্বলাত (صلاة الإشراق والضحى) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব ‘শুরূক্ব’ অর্থ সূর্য উদিত হওয়া। ‘ইশরাক্ব’ অর্থ চমকিত হওয়া। ‘যোহা’ অর্থ সূর্য গরম হওয়া। এই স্বলাত সূর্যোদয়ের পরপরই প্রথম প্রহরের শুরুতে পড়লে একে ‘স্বলাতুল ইশরাক্ব’ বলা হয় এবং কিছু পরে দ্বিপ্রহরের পূর্বে পড়লে তাকে ‘স্বলাতুয যোহা’ বা চাশতের স্বলাত বলা …

Read more

Share:

স্বলাতুল হাজত

স্বলাতুল হাজত (صلاة الحاجة) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব বিশেষ কোন বৈধ চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে যে দু’রাক‘আত নফল স্বলাত আদায় করা হয়, তাকে ‘স্বলাতুল হাজত’ বলা হয়।[1] সঙ্গত কোন প্রয়োজন পূরণের জন্য বান্দা স্বীয় প্রভুর নিকটে ছবর ও স্বলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে’ (বাক্বারাহ ২/১৫৩)। এজন্য শেষ বৈঠকে তাশাহহুদের পর …

Read more

Share:

স্বলাতুল ইস্তেখা-রাহ

স্বলাতুল ইস্তেখা-রাহ(صلوة الإسةخارة) সূত্র :: স্বলাতুর রাসূল (ﷺ) আসাদুল্লাহ আল গালিব আল্লাহর নিকট থেকে কল্যাণ ইঙ্গিত প্রার্থনার জন্য যে নফল স্বলাত আদায় করা হয়, তাকে ‘স্বলাতুল ইস্তেখা-রাহ’ বলা হয়। কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় কোন্ শুভ কাজটি করা মঙ্গলজনক হবে, সে বিষয়ে আল্লাহর নিকট থেকে ইঙ্গিত পাওয়ার জন্য বিশেষভাবে এই স্বলাত আদায় করা হয়। কোন দিকে ঝোঁক না …

Read more

Share:

সুন্নাত স্বলাত পড়ার ফযীলত সমূহ ও স্বলাতুত তাসবীহ

সুন্নাত স্বলাত পড়ার ফযীলত সমূহ ও স্বলাতুত তাসবীহ সুন্নাত স্বলাত পড়ার ফযীলত সমূহ ও স্বলাতুত তাসবীহ জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বলাত- এর অংশবিশেষ শায়খ মুযাফফর বিন মুহসিন যে সমস্ত সুন্নাত সহিহ হাদীছ দ্বারা প্রমাণিত সেগুলো পড়াই একজন মুছল্লীর জন্য যথেষ্ট। বানোয়াট, মিথ্যা, জাল ও ভিত্তিহীন কথার উপর আমল করা উচিত নয়। عَنْ أُمِّ حَبِيْبَةَ …

Read more

Share:

তাহাজ্জুদ নামায পড়ার ফযীলত

তাহাজ্জুদ নামায পড়ার ফযীলত *************************************************************************************************** মহান আল্লাহ বলেন, ﴿ وَمِنَ ٱلَّيۡلِ فَتَهَجَّدۡ بِهِۦ نَافِلَةٗ لَّكَ عَسَىٰٓ أَن يَبۡعَثَكَ رَبُّكَ مَقَامٗا مَّحۡمُودٗا ٧٩ ﴾ (الاسراء: ٧٩) অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ আয়াত) তিনি আরও …

Read more

Share:

ফজর, আসর এবং এশার সালাতের ফজিলত

● আমরা যখন সহীহ্ হাদিস পড়ি তখন এই বিষয়টি আমাদের সকলেরই বিষেশ ভাবে বোধগম্য হয় যে – মহান আল্লাহ্ (সুবঃ) প্রধান হুকুম (সালাত) এবং এই (সালাত) আমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। আর এই শ্রেষ্ঠ ইবাদতের মাঝে ০৫ ওয়াক্ত সালাতের মধ্যে হাদিসে ০২ এবং (এশা) ওয়াক্ত সালাতের বেশী গুরুত্বারোপ করা হয়। তার মানে এই নয় যে বাকি …

Read more

Share: