তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করার হুকুম এবং জুমআর খতিবের জন্য এই সালাত আদায় করার বিধান
প্রশ্ন: তাহিয়াতুল মসজিদ আদায় করার হুকুম কী? জুমআর খতিবের জন্য তাহিয়্যাতুল মাসজিদ সালাত আদায় করার এবং খুতবার সময়ের পূর্বে মসজিদে এসে বসে থাকা জায়েয কি? ▬▬▬▬▬▬▬💠💠💠▬▬▬▬▬▬ প্রথমত: মূলনীতি হল সকাল, দুপুর সন্ধ্যা, রাতে যেকোন সময় মসজিদে প্রবেশ করলে সরাসরি না বসে আগে দু’রাকআত সালাত আদায় করা আবশ্যক। এ সালাতকে বলা হয় তাহিয়্যাতুল মসজিদ’। এটাকে ‘দুখুলুল …