আমার দাদার বয়স ১০০+ তিনি সালাত ভুলে গেছেন
প্রশ্ন: আমার দাদার বয়স ১০০+ তিনি পূর্বে নিয়মিত যথাসময়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন কিন্তু বর্তমানে তিনি সালাত ভুলে গেছেন। আমরা উনাকে সালাত আদায়ের কথা বললে তিনি হা করে তাকিয়ে থাকেন। প্রশ্ন হলো আমার দাদার সালাতের বাধ্যবাধকতা কি এখনও আছে নাকি এটি তার থেকে উঠে গিয়েছে? ▬▬▬▬▬▬▬▬✿▬▬▬▬▬▬▬▬ উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে …