যানবাহনে ফরজ সালাত আদায়ের বিধান
প্রশ্ন: যানবাহন যেমন রেলগাড়ি, বাস, ট্রেন, বিমান, নৌকা, লঞ্চ ইত্যাদিতে ফরজ সালাত আদায়ের বিধান কী? ▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬ উত্তর: যানবাহনের উপরে সালাত আদায় করা জায়েজ কিনা এই মাসালাটি সহজে বুঝার জন্য আমরা সালাতকে মৌলিক ভাবে দুটি ভাগে বিভক্ত করতে পারি আর তা হচ্ছে (ক). ফরজ বা ওয়াজিব সালাত (খ). সুন্নত বা নফল সালাত।। . প্রথমত সুন্নত বা …