মুসলিম অত্যাচারী শাসকের শরীয়ত বিরোধী কাজে আনুগত্য করা যাবে কি
উত্তর: আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল (ﷺ) ব্যতীত অন্য কারোর নিরঙ্কুশভাবে আনুগত্য করা যাবে না। যেমন ইমাম মালিক (রাহিমাহুল্লাহ) বলেন, ليس أحد بعد النبي صلى الله عليه وسلم إلا ويؤخذ من قوله ويترك، إلا النبي صلى الله عليه وسلم.রাসূল (ﷺ)-এর পরে এমন কোন ব্যক্তি নেই, যার সকল কথাই গ্রহণীয় বা …