তালাকের শরীয়ত সম্মত পদ্ধতি
প্রশ্ন: তালাকের শরীয়ত সম্মত পদ্ধতি কি? কেউ যদি তার স্ত্রীকে এক বা দুই তালাক দেয় এবং ইদ্দতের মধ্যে ফিরিয়ে না নেয়, অতঃপর ইদ্দত শেষ হলে নতুন করে সেই নারীকে বিবাহ করে, তাহলে তিনি কতটি তালাকের মালিক থাকবেন? ▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬ উত্তর: ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যখন স্বামী কর্তৃক তার স্ত্রীকে তালাক দেয়া ব্যতীত অন্য কোন উপায় থাকে …